বোমা থাকার সন্দেহে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে নিরাপত্তাকর্মীরা ওই উড়োজাহাজটিতে তল্লাশি চালাচ্ছেন।
জানা গেছে, এমএইচ-১৯৬ ফ্লাইটটি বুধবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায়, ওই উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
র্যাবের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন রাত ১১টার পর গণমাধ্যমকে বলেন, উড়োজাহাজটি অবতরণের পর বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ভেতরে তল্লাশি শুরু করেন। এখনও তল্লাশি চলছে।