প্রথম টেস্টটা চার দিন লড়েও দুই সেশনের ভুলে হেরে গিয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই মিলল সুসংবাদ। সাকিব আল হাসান চোট কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে। তার সঙ্গে ফাস্ট বোলার তাসকিন আহমেদও ফিরলেন দলে।
বিশ্বসেরা এই অলরাউন্ডার আর দেশের অন্যতম সেরা পেসারের অন্তর্ভুক্তি তো আছেই, দলে আছে একটা চমকও। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ওপেনার মোহাম্মদ নাঈম প্রথম বারের মতো ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে।
সদ্যসমাপ্ত প্রথম টেস্টের চতুর্থ দিনে শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে মাথায় আঘাত লেগেছিল ইয়াসির আলী রাব্বির। সে কারণে তিনি ম্যাচের বাকি অংশে খেলতে পারেননি, তার বদলে কনকাশন বদলি হয়ে খেলেছেন নুরুল হাসান সোহান। তবে সেটা বড় কোনো সমস্যায় ফেলেনি ইয়াসিরকে। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আছেন তিনিও।
দ্বিতীয় টেস্টের জন্য ২০ সদস্যের বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ।