১) একই রকম দেখতে প্রায় ৬ জন মানুষ রয়েছেন এই পৃথিবীতে। এবং জীবদ্দশাতেই একজনের সঙ্গে আরেক জনের দেখা হওয়ার সম্ভাবনা প্রায় ৯% সম্ভাবনা।
২) একজন মানুষ কতটা লম্বা হবে তা নির্ভর করে তার বাবার গড়নের ওপর। আর তার ওজন নির্ভর করে মায়ের ওপর।
৩) মানুষের মস্তিষ্ক ৩টি জিনিসের থেকে নজর ফেরাতে পারে না, তা সে চোখের নজরই হোক বা মনের নজর। আর সেই ৩টি জিনিস হচ্ছে — ভাল খাবার, সুন্দর মানুষ এবং আচমকা বিপদ।
৪) ডান হাতি মানুষেরা খাবার চিবোনোর সব সময় ডান দিকের চোয়ালই ব্যবহার করেন।
৫) অ্যালবার্ট আইনস্টাইনের মতে, পৃথিবী থেকে যখন সব মৌমাছি নিশ্চিহ্ন হয়ে যাবে, তার চার বছরের মধ্যেই পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে।
৬) পৃথিবীতে এত রকম প্রজাতির আপেল আছে যে, কেউ যদি প্রতিদিন ভিন্ন ভিন্ন প্রজাতির ১টি করে আপেল খান, তা হলেও সব প্রজাতির আপেল খেতে তাঁর ২০ বছর লেগে যাবে।
৭) কেউ খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ, মানে ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারেন। কিন্তু একটানা ১১ দিন না ঘুমোলে তাঁর মৃত্যু অবধারিত।
৮) যাঁরা অনেক বেশি হাসেন, তাঁরা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। বলা হয়, হাসি হল মন খারাপের সব চাইতে বড় ওষুধ।
৯) উইকিপিডিয়াতে যত তথ্য মজুত রয়েছে, মানুষের মস্তিষ্ক তার ৫ গুণ তথ্য ধারণ করতে পারে।
১০) মানুষের দেহ থেকে প্রতি ৩০ মিনিটে যতটা তাপমাত্রা বের হয়, তা দিয়ে অনায়াসে দেড় লিটার জল ফোটানো যায়।
১১) মানুষের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে, তা খুব সহজেই রেজর ব্লেড গলিয়ে ফেলতে পারে।
১২) বেখেয়ালে হলেও মানুষ আপনার জুতোর দিকে একবার তাকাবেই। এটাই মানুষের ধর্ম। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ কিন্তু অনেক সময় এই জুতো দেখেই মানুষকে বিচার করে।