বাংলাদেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন দুজন। এছাড়া, সিলেট বিভাগে তিন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। জেলা ভিত্তিক হিসাবে ঢাকা জেলায় দুজন, নওগাঁ জেলায় একজন, সিলেট জেলায় দুজন ও সুনামগঞ্জ জেলায় একজনের মৃত্যু হয়েছে করোনায়।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৬৭০ জনের। এতে শনাক্ত হন ২৬৬ জন, যাতে শনাক্তে হার ১.৩৫। এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের দুজন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৯৩৪ জনের।
এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।