দূরে কোথাও যাওয়ার জন্য সারা ভারতে সব থেকে বড় মাধ্যম হল রেল। প্রতিদিন কত মানুষ যে এই পরিবহনকে ব্যবহার করে তার কোনও হিসেব নেই। গোটা দেশ জুড়ে প্রায় ৮০০০ স্টেশন রয়েছে ভারতীয় রেলের।
একটি স্টেশন থেকে অন্য একটি স্টেশনকে আলাদা করার জন্য রয়েছে দুটি উপায়। একটি হল তার নাম আর অন্যটি হল তার কোড নম্বর।
কিন্তু এই ভারতেই এমন একটি স্টেশন রয়েছে যার কোনও নামই নেই। সেই স্টেশনটি রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার প্রাণকেন্দ্র থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। বাঁকুড়া-মাসগ্রাম রেলপথের মধ্যে।
এই স্টেশনটি আগে ‘রায়না গড়’ নামে পরিচিত ছিল। তখন বোর্ডে সেই নামই লেখা থাকত, শুধু তাইই নয়, টিকিটেও এই নামই ব্যবহার করা হতো।
কিন্তু এই স্টেশনটি গড়ে উঠেছিল রায়না এবং রায়নগর নামের দু’টি গ্রামের মধ্যবর্তী অঞ্চলে। আর সেই জন্যই রায়না গড় নাম হওয়ায় রীতিমত বিক্ষুব্ধ হয়ে ওঠেন রায়নার লোকজন। দুই গ্রামের মধ্যে কার্যত ঝগড়া বেধে যায়, খবর পৌঁছয় রেল কর্তৃপক্ষের কাছেও।
রায়নার মানুষদের দাবি ছিল, এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে রায়না গ্রামের জমিতে। তাই তার নাম রায়না হওয়া উচিত।
শেষ পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকদের কানে এই খবর পৌঁছনোর পরে স্টেশনের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
এখন এই স্টেশনে গেলে কোথাও আর এই স্টেশনের নাম চোখে পড়বে না। চোখে পড়বে শুধু ফাঁকা হলুদবোর্ড। যার জেরে দূর-দূরান্তের যাত্রীদের স্বাভাবিকভাবেই কিছুটা অসুবিধার মুখে পড়তে হয়। যদিও এখনও ওই স্টেশনের টিকিট কাটতে গেলে, স্টেশনটির নাম রায়না গড়ই উল্লেখ করা হয়।