ভারত-মিয়ানমার সীমান্তে অতর্কিত হামলায় কর্নেলসহ নিহত অন্তত ৬

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

ভারতের মণিপুর-মিয়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় এক জঙ্গি হামলায় আসাম রাইফেলসের একজন কর্নেলসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

নিহত কর্ণেল বিপ্লব ত্রিপাঠী আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। এই হামলায় তার স্ত্রী, সন্তান ও গাড়ি চালকসহ আসাম রাইফেলসের আরও দুই সদস্য মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা সদস্য। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কর্ণেল বিপ্লব ত্রিপাঠীর গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। কনভয়ের অন্য গাড়ি থেকে অন্যান্য সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা গা ঢাকা দেয়। এ ঘটনার পরেই মায়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে ভারতীয় সেনা বাহিনী এবং আসাম রাইফেলস।

ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে মণিপুরের জঙ্গিগোষ্ঠী ‘পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর’র (পিএলএএম) হাত থাকতে পারে। পাশাপাশি মিয়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীও এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

- বিজ্ঞাপন -

উল্লেখ্য, গত বছরর মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছিল এই নাগা জঙ্গিগোষ্ঠী। ওই হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছিলেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!