এই মুহূর্তে ভারতে চালু রয়েছে সাত রকমের নোট। ১০ টাকা থেকে ২০০০ মূল্যের এই কাগজের নোটগুলোর মাপ এবং রং যেমন আলাদা, ঠিক তেমনি ছাপার খরচও কিন্তু ভিন্ন ভিন্ন। এই নোটগুলো এক-একটি ছাপতে কেন্দ্রীয় সরকারের কত খরচ পড়ে জানেন কী? না জানলে জেনে নিন-
১০ টাকার নোট
১০ টাকার একটি নোট তৈরি করতে কেন্দ্রের খরচ হয় ১ টাকা ১ পয়সা। অর্থাৎ কেন্দ্র যদি ১০ টাকার ১০০টি নোট ছাপিয়ে ১০০০ টাকার মূল্য বাজারে ছাড়ে। তাতে সরকারের খরচ হয় ১০১ টাকা। আগে ১০ টাকার এক-একটি নোট ছাপতে খরচ হত ৯৪ পয়সা।
২০ টাকার নোট
এখন ভারতে চালু রয়েছে দু’রকমের ২০ টাকার নোট। একটি ২০ টাকার নোট ছাপাতে খরচ হয় ১ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, ১০ টাকার তুলনায় ২০ টাকার নোট ছাপার খরচ কিন্তু কম। গত আর্থিক বছরে, মানে ২০১৯-২০ সালে এই নোট ছাপার খরচ ছিল ৯০ পয়সা।
৫০ টাকার নোট
২০ টাকার মতো ৫০ টাকার নোটও এ দেশে চালু রয়েছে দু’রকমের। নতুন ৫০ টাকার একটি নোট ছাপাতে খরচ পড়ে ১ টাকা ২২ পয়সা। গত আর্থিক বছরে, মানে ২০১৯-২০ সালেও ৫০ টাকার একটি নোট ছাপার জন্য খরচ হতো এই ১ টাকা ২২ পয়সাই। তার আগের আর্থিক বছরে, মানে ২০১৮-১৯ সালে এই নোট ছাপার জন্য খরচ পড়ত ২ পয়সা বেশি। অর্থাৎ ১ টাকা ২৪ পয়সা।
১০০ টাকার নোট
১০০ টাকার এক-একটি নোট ছাপার জন্য খরচ হয় ১ টাকা ৫১ পয়সা। আগে এই নোট ছাপার জন্য কেন্দ্রীয় সরকারকে বহন করতে হতো এখনকার তুলনায় ৪৮ পয়সা বেশি। মানে ১ টাকা ৯৯ পয়সা।
২০০ টাকার নোট
ভারতের বাজারে আগে ২০০ টাকা মূল্যের কোনও নোট চালু ছিল না। সম্প্রতি নতুন যে নোটগুলো বাজারে এসেছে, তাঁর মধ্যে এই ২০০ টাকার নোট অন্যতম। এটি দেখতে হলদে রঙের। এটি ছাপানোর খরচও অন্য নোটের তুলনায় বেশি। এই নোট এক-একটি ছাপার জন্য খরচ হয় ২ টাকা ৪৮ পয়সা।
৫০০ টাকার নোট
নোটবন্দির সময় আগের ৫০০ টাকার নোট বাতিল করে এ দেশে নতুন যে ৫০০ টাকার নোট চালু হয়েছে, সেই নোট এক-একটি ছাপাতে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে খরচ হয় ২ টাকা ৬৫ পয়সা।
তবে ২০০০ টাকার নোট ছাপার জন্য ঠিক কত টাকা খরচ পড়ে তা কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও প্রকাশ করেনি।