বাংলাদেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রাম বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচ বিভাগে করোনায় মৃত্যু নেই।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২২১ জন, যাতে শনাক্তের হার ১.২৮ শতাংশ।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৩১ জনের। এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৯১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তারা সবাই পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৯১২ জনের।
এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।