ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেলবাহী একটি জাহাজে বিস্ফোরণ হয়েছে। এতে মারা গেছেন জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ৭ জন।
শুক্রবার সকালে পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় সাগর নন্দিনী নামে তেলবাহী জাহাজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুলের বাড়ি গোপালগঞ্জ জেলায়। অগ্নিদগ্ধরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছেন।
আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হন।
বিস্ফোরণের খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।