বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে বিকাশ নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ওয়ার্ডবয় দুলু মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ নভেম্বর) দিনগত রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান জানান, বগুড়ায় বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগীর মৃত্যুর চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনায় ওয়ার্ডবয় দুলু মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে, মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে বকশিশের টাকা কম পাওয়ায় শজিমেক হাসপাতালের কর্মচারী দুলু মিয়া এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন। এতে ওই রোগীর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, সড়ক দুর্ঘটনায় বিকাশ গুরুতর আহত হলে তাকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার ওই হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগ থেকে হাসপাতালের ওয়ার্ডবয় তিনতলায় সার্জারি বিভাগে নিয়ে আসে। এ সময় ওয়ার্ড বয় বকশিশ দাবি করেন। তবে, কাছে টাকা না থাকায় বিকাশের বাবা ১৫০ টাকা দিতে চান কিন্তু ওয়ার্ডবয় ২শ টাকা দাবি করেন। ৫০ টাকা তাৎক্ষণিক না পাওয়ায় ওয়ার্ডবয় রেগে টান দিয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেয়। এর পরপরই বিকাশের শ্বাসকষ্ট শুরু হয়। পরে চিকিৎসক এসে রোগীকে মৃত ঘোষণা করেন।