ডিজেলের বাড়তি দাম না কমালে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাক মালিক সমিতি। রোববার রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক মালিক সমিতির নেতারা এক ব্রিফিংয়ে ধর্মঘট অব্যাহত রাখার এ হুমকি দেন।
সেখানে নেতারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. জ্বালানি তেলের (ডিজেল ও কেরোসিন) বর্ধিত মূল্য প্রতি লিটারে ১৫ টাকা প্রত্যাহার।
২. যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার।
৩. দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পণ্য পরিবহন যানের ওপর যে টোল নেয় তা বন্ধ করা।
তিন দফা দাবি মানা না হলে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইমমুভার-টেইলার, মিনিট্রাক, পিকআপ ভ্যানের চলমান কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব বলেন, ‘অযৌক্তিকভাবে সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদেরকে ডেকে পাঠাবেন। এর পরে আমাদের সঙ্গে আলোচনা করবেন। এখন পর্যন্ত আমাদের কাছে এ বিষয়ে কোনো সংবাদ পৌঁছায়নি। সরকার এখনও আমাদের অফিসিয়ালি ডেকে পাঠান নাই।’
আপনারা কি কারো সঙ্গে বসবেন না? প্রধানমন্ত্রী দেশে আসতে দেরি আছে, এতদিন কি ট্রাক বন্ধ থাকবে? জবাবে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন বাসা থেকে রেডি হয়ে এসে বসে থাকি কেউ আমাদের ডাকবেন বলে। ডেকে একটা সমাধান দেবেন, কিন্তু আমাদের ডাকা হয় না। আমাদের কাজ বন্ধ হয়ে আছে। আমরা তো কাজ না করে থাকতে চাই না। আমাদের ডেকে সমাধান দিলে অবশ্যই আমরা কর্মসুচি প্রত্যাহার করব।’