বার্সেলোনার নতুন কোচ হয়েছেন জাভি। আগামী সোমবার তাকে ন্যু ক্যাম্পে দর্শকদের সামনে পরিচয় করে দেওয়া হবে। তার আগেই কাতালানদের সর্বশেষ ফল দেখে হয়তো জাভির কপালে চিন্তার ভাজটা আরও একটু বাড়বে। তিন গোলে এগিয়ে থেকেও যে বার্সেলোনা ম্যাচ জিততে পারেনি! লা লিগায় সেল্টা ভিগোর সঙ্গে রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে।
বার্সেলোনা ১২ ম্যাচে পঞ্চম ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে। সেল্টা ভিগো এক ম্যাচ বেশি খেলে তৃতীয় ড্রতে ১২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে অবস্থান করছে।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে রাজত্ব করেছে বার্সেলোনা। ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে থাকে। তবে ম্যাচ শুরুর ২ মিনিটে সেল্টা ভিগো এগিয়ে যেতে পারতো। কিন্তু আসপাশের বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩ মিনিট পর বার্সেলোনা ঠিকই এগিয়ে যায়।
জর্দি আলবার অ্যাসিস্টে আনসু ফাতি ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে সমর্থকদের মুখে হাসি ফোটান। ১৮ মিনিটে সার্জিও বুসকেটস ব্যবধান দ্বিগুণ করেন। নিকোলাস গঞ্জালেসের ক্রসে ডান পায়ের শটে এই মিডফিল্ডার জাল কাঁপান। ৩৪ মিনিটে বার্সেলোনা স্কোরলাইন ৩-০ করে। জর্দি আলবার ক্রসে মেমফিস দিপাই হেডে দলকে তৃতীয় গোল এনে দেন। ৪৩ মিনিটে জাভি গালানের শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান কমাতে পারেনি সেল্টা ভিগো।
বিরতির পর বার্সেলোনা আক্রমণ হেনেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বরং সেল্টা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। তিন গোল শোধ দিয়ে অতিথিদের জিততে দেয়নি।
৫২ মিনিটে লাগো আসপাশ জোরালো শটে ব্যবধান প্রথম গোল শোধ দেন।৭৪ মিনিটে সেল্টা ভিগো স্কোরলাইন ৩-২ করে। ফ্রান্কো সার্ভির ক্রসে নলিতো হেডে গোলকিপার তের স্টেগেনকে পরাস্ত করেন।
যোগ করা সময়ের ৬ মিনিটে আসপাশ দলকে এক পয়েন্ট এনে দেন। জাভি গালানের অ্যাসিস্টে অ্যাশপাস বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান।