জ্বালানি তেলের দাম না কমালে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক অ্যাসোসিয়েশন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রাজধানীর ধানমন্ডিতে শনিবার বেলা ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে বৈঠকে বসেন ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যের একটি দল।
এ সময় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারসহ আরও দুটি দাবি তুলে ধরেন তারা। অপর দুটি দাবি হলো পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায় বন্ধ করা এবং বিভিন্ন ব্রিজের বাড়তি টোল আদায় বন্ধ করা।
এই ৩ দাবি বাস্তবায়ন না হলে ধর্মঘট চলবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান তারা। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘আমরা আমাদের ৩ দাবি আাদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করব না। এটা মন্ত্রী মহোদয়কে জানিয়েছি। তিনি আমাদের বলছেন, এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আজকে যেকোনো সময় আমাদের ডাকবেন। আমরা এখন সেই অপেক্ষায় আছি।’
গত বুধবার রাতে ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বা ২৩ শতাংশ বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সকালেই পণ্যবাহী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন ধর্মঘটে যাওয়ার ডাক দেয়। জেলায় জেলায় বাস না চালানোর ঘোষণাও দেয়া হয়।
কেন্দ্রীয়ভাবে বাসমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি বিআরটিএর কাছে ভাড়া যৌক্তিক হারে বাড়াতে আবেদন করে। সে আবেদনে লেখা ছিল, জেলায় জেলায় বাসমালিকরা বলছেন, বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করলে তাদের লোকসান হবে। তাই তারা বাস চালাবেন না।