বাংলাদেশের বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ডা. তৃণা ইসলাম। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী তৃণা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গুলশান থানায় ৯-এর ১ ধারায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৬। বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
মামলার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। সেই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে। মামলার প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, অভিযোগকারী নারী পেশায় একজন চিকিৎসক এবং দীপ্ত টিভির সংবাদ পাঠিকা। গতকাল তিনি ঢাকার একটি রেস্তোরাঁয় শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়েছিল। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে দাবি করে ওই নারী বলেন, তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি।
ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।
অভিযোগের বিষয়ে শাকিল বলেন, “আমি দারুণ ‘শকড’। তারপরও যে কোনো তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সত্য বের হয়ে আসবে। যেহেতু একাত্তর টেলিভিশনের বার্তা প্রধানের দায়িত্বে আছি, ব্যক্তি আমি বলে না, ৭১ এ বার্তা প্রধান আছি বলেই আমি একটা মহলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।”