সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৮৪৬ জনের মৃত্যু এবং এক হাজার ৫৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য মতে, ৩০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ১৯৪ জন পথচারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯১ জন।
এছাড়া ১৭টি নৌ-দুর্ঘটনায় ২৮ জন এবং ৩২টি রেলপথ দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন।
সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলছেন, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে।
তিনি বলেন, পথচারীরা যেমন সড়কে নিয়ম মেনে চলেন না, তেমনি যানবাহনগুলোও বেপরোয়া গতিতে চলাচল করে।