পরিবেশের জন্য বিপর্যয়কর কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রোধে প্রধান জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বন্ধের চুক্তিতে সই করেছে ১৯০টি রাষ্ট্র ও সংস্থা।
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ ২৬) জড়ো হওয়া বিশ্ব নেতারা এই অঙ্গীকারপত্রে সই করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন কয়লা নির্ভর পোল্যান্ড, ভিয়েতনাম ও চিলির মতো অনেক উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশ কপ ২৬ অঙ্গীকারপত্রে সই করলেও বিরত থেকেছে অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বৃহৎ কয়েকটি অর্থনীতির দেশ।
অঙ্গীকার অনুযায়ী, ১৯০টি দেশ ও সংস্থা নিজেদের দেশে নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে না। এর পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনে পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করবে।
যেসব কয়লা প্রকল্প বর্তমানে চালু আছে, ধীরে ধীরে সেগুলোকেও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা হবে বলে স্বাক্ষরকারী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে।