দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ৭ দফা সমাবেশ করবে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ৪২ জেলা ও ১০৪ উপজেলায় নির্দেশনা পাঠিয়েছেন।
৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে তরকারি মিছিল ও সমাবেশে নতুনধারার রাজনীতিকগণ বলেছিলেন, আগামী ১ মাসের মধ্যে দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হলে সারাদেশে কর্মসূচি দেয়া হবে। দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় ৭ দফা দাবিসহ সারাদেশে সমাবেশ করার এই ঘোষণা দিয়েছেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারার ৭ দফায় রয়েছে- ১. অনতিবিলম্বে বিভাগ- জেলা-উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বাজার-হাটে দ্রব্যমূল্যর তালিকা স্থাপন করতে হবে। ২. পাইকারি মূল্য রাষ্ট্রিয়ভাবে নির্ধারণ করতে হবে। ৩. সড়কপথে সকল প্রকার চাঁদাবাজী-হয়রানি বন্ধে কার্যত পদক্ষেপ নিতে হবে। ৪. ব্যবসায়িদের সিন্ডিকেট প্রক্রিয়া ভেঙ্গে দিতে পারবে। ৫. টিসিবি পণ্য ও ডিলার ব্যবস্থার সকল রকম দুর্নীতি বন্ধে বিশেষ কমিটি গঠন করতে হবে। ৬. বাজারের মূল্য যেন কোনভাবেই বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে কার্যকর মনিটরিং টিম গঠন ও ৭. চাল-ডাল-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ভর্তুকি দিয়ে দাম কমাতে হবে।
সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূলনীতিতে বিশ্ববাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনে।