তৃতীয় ধাপে ২২ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নেই

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ১ হাজার ৩টির মধ্যে ৯৮১টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি ২২টিতে দলটির প্রতীকে কোনও প্রার্থী নেই। ফলে এসব ইউপি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।

মঙ্গলবার (২ নভেম্বর) ছিল তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে চেয়ারম্যানসহ তিনটি পদে ৫৩ হাজার ৮০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ হাজার ২৮৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ৪৬৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭ জন রয়েছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন এই ধাপে।

জমা পড়া মনোনয়নপত্র আগামীকাল (৪ নভেম্বর) যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে বাতিল বা বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় আগামী ৭ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ দিন আগামী ১০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১১ নভেম্বর। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১২ নভেম্বর। ওইদিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

- বিজ্ঞাপন -

জানা যায়, তৃতীয় ধাপে ৫ হাজার ২৮৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ হাজার ৫৩৮ জন স্বতন্ত্র। তাদের বড় অংশই সরকারি দলের বিদ্রোহী প্রার্থী।

বিএনপি দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নেয়নি। তবে তাদের সমর্থিত কেউ কেউ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন।

তৃতীয় ধাপের জন্য ১৮৭টি ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৩৮টিতে, জাকের পার্টি ৬৪টিতে, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৫টিতে এবং জমিয়তে উলামায়ে ইসলাম ১০টি ইউনিয়ন পরিষদে প্রার্থী দিয়েছে। বাকি দলগুলোর প্রার্থীর সংখ্যা ১০ জনের কম। এছাড়া সংরক্ষিত সদস্যপদে ১১ হাজার ৪৬৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রথম ধাপে চলতি বছরের ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির ভোট হবে আগামী ১১ নভেম্বর।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!