টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই হতাশ করেছে বাংলাদেশ। মূল পর্বে কখনো জয়ের দেখা পায়নি তারা। এবারের আসরে ভাগ্য বদলের সুযোগ থাকলেও সফলতা আসেনি। তাতে সেমির স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। যাও টিকে আছে তা জটিল-হিসেব নিকেশের ফাঁদে বন্দি। আজ প্রোটিয়াদের বিপক্ষে তাই জয়ের খোঁজে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
আবু ধাবিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। বল হাতে সহায়তা মিলবে বলেই এমন সিদ্ধান্ত। মাহমুদউল্লাহও বলেছেন টস জিতলে তিনিও বোলিং নিতেন।
বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে দুটি। মোস্তাফিজকে বাদ দিয়ে নাসুম আহমেদকে একাদশে নেওয়া হয়েছে। চোটআক্রান্ত সাকিবের জায়গায় এসেছেন শামীম হোসেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও নাসুম আহমেদ।
দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও কেশব মহারাজ।