চলতি অর্থবছরের শুরু থেকেই কমেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের হার। এ বছরের অক্টোবরের আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে প্রায় ২২%। সোমবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের অক্টোবরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ২১০ কোটি ২১ লাখ ডলার। এ বছরের অক্টোবর মাসে এসেছে ১৬৪ কোটি ডলার। অর্থাৎ রেমিট্যান্সের হার কমেছে প্রায় ২১.৬৬%।
অন্যদিকে, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ৭.০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০% কম।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৮৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের একটিতে এসেছে ৩ কোটি ৫২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৭ কোটি ৫২ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৯ লাখ ডলার। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৪১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে করোনাভাইরাস মহামারি থাকলেও রেমিট্যান্স প্রবাহ ২৪.৭৮ বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।