বন বিভাগের অনুমতি ছাড়াই কেটে ফেলা হল বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ১১৬টি আম গাছ কেটে ফেলেছে উপজেলা পরিষদ কর্তৃপক্ষ। গত শুক্র ও শনিবার গোপনে গাছ কেটে ডালপালা সরিয়ে নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন জানান, সাবেক জেলা প্রশাসক ৪ তলা ভবন নির্মাণের জন্য উপজেলা পরিষদের পিছনের জায়গা বেছে নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আম গাছ কেটে সামনে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ৭ বছর আগে বরিশালের তৎকালীন জেলা প্রশাসক শহীদুল আলম প্রায় ২৫০টি আম গাছ রোপণ করে ওই বাগান গড়ে তোলেন। স্থানীয়ভাবে এ বাগানকে ‘ডিসি বাগান’ বলা হয়।
আর উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চুন্নু বলেন, ‘এসব গাছের আম টক। কোনো কাজে লাগে না। তাই উপজেলার প্রয়োজনে এসব গাছ কাটা হয়েছে।’ ভবন নির্মাণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাস উপজেলা চেয়ারম্যান।
উপজেলা বন কর্মকতা মহিদুর রহমান জানান, ‘গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি নিতে হয়। তবে সেখানে আমাদের অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। ওই সময়ে তারা এ কাজ করেছেন।’