চলতি অর্থবছর (২০২১-২২) ৩ লাখ টন আমন ধান ও ৫ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি ধান ২৭ টাকা, প্রতি কেজি চালের দাম ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর আমন ধান ও চালের দাম ছিল যথাক্রমে ২৬ ও ৩৬ টাকা।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভাপতিত্বে রবিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গমের মূল্যেও নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি গমের সরকারি ক্রয়মূল্য ২৮ টাকা দরে নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে উল্লেখিত মূল্যে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে।
উল্লেখিত সময়ে ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল ক্রয় কেনা হবে। এছাড়া আগামী বছরের ১ এপ্রিল থেকে দেড় লাখ টন গম ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।
সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি খাদ্যের নিরাপত্তা মজুতও বৃদ্ধি করতে চায়। বোরো ধান সংগ্রহে সফল হয়েছে সরকার। সে ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।