ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এএফপির বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ওই বিস্ফোরণে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও অনেক মানুষ।
এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি তেলবোঝাই ট্রাক বিস্ফোরিত হয়।
এডেনের গভর্নরকে লক্ষ্য করে গাড়িবোমা হামলার তিন সপ্তাহ পর শনিবার আবার এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই হামলায় গভর্নর অল্পের জন্য বেঁচে গেলেও কমপক্ষে ৬ জন নিহত হন।
শনিবারের গাড়িবোমা বিস্ফোরণের শব্দ এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে যায়।