বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০’-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ। সে অনুযায়ী এখন পর্যন্ত জনসংখ্যার ২৪ দশমিক ০২ শতাংশ মানুষ এক ডোজ টিকা গ্রহণ করেছেন।
এছাড়া টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন জনসংখ্যার ১২ দশমিক ৩৩ শতাংশ। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট টিকা এসেছে ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৬৬৭ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৬ লাখ ২৭ হাজার ৬৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন। আর সোমবার (২৫ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪৩ ডোজ টিকা।