আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর একটি দল প্রধানমন্ত্রীসহ আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে গৃহবন্দি করেছে। দেশটির আল হাদাথ টিভির বরাত দিয়ে এখবর দিয়েছে রয়টার্স ও আল জাজিরা।
খবরে বলা হয়েছে, এছাড়া সামরিক বাহিনীর একটি দল সোমবার সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাকে আটক করেছে।
এ ছাড়া আল হাদাথ টিভি নাম প্রকাশ না করা সূত্রের বরাতে জানিয়েছে, সুদানি সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির চার জন মন্ত্রীসহ ক্ষমতাসীন কাউন্সিলের একজন বেসামরিক সদস্য।
সুদানের সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনও আসেনি। তবে গণতন্ত্রপন্থী একটি গ্রুপ সেনা অভ্যুত্থানের চেষ্টা ঠেকাতে সেদেশের নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে।