করোনাভাইরাসের টিকা নিয়ে কেউ বাংলাদেশে এলে তাদের জন্য কোয়ারেন্টাইন লাগবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
টিকা না নিয়ে এলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে, এই নিয়মের বাহিরে থাকবেন ১৩টি দেশ থেকে আগত যাত্রীরা। টিকা নিয়ে এলেও তাদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বেবিচক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা নিয়ে বাংলাদেশে এলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। টিকা না নেওয়া থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
এতে আরও বলা হয়, এ নিয়মের বাইরে থাকছে আর্মেনিয়া, বুলগেরিয়া, অ্যাস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মালদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া এবং ইউক্রেন। এসব দেশ থেকে টিকা নিয়ে দেশে এলেও নিজ খরচে বাংলাদেশ সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।