বাংলাদেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ সংখ্যা গত ১৯ মাসের মধ্যে সবচেয়ে কম। ২০২০ সালের মার্চে দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।
এদিকে উল্লেখিত সময়ে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার কমে ১.৩৬ শতাংশ হয়েছে।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১০০ জনের। এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন, যাতে মোট শনাক্তের হার ১৫.৩৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি।
এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।