কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার জেরে ঘটে যাওয়া সহিংসতায় আহত দিলীপ দাসের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, ‘কুমিল্লার সহিংসতায় আহত দিলীপ দাসকে ১৩ তারিখ রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি।
‘পরে অবস্থা অবনতি হলে ১৫ তারিখে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।’
নিহতের ভাই অর্জুন কুমার দাশ জানান, ১৩ তারিখ মনোহরপুর রাজেশ্বরী মন্দিরে পূজার জন্য যান দিলীপ। তখনই সেখানে হামলা হয়। মণ্ডপ লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। ইটের টুকরো গিয়ে লাগে দিলীপের মাথায়।
স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।