কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই পক্ষে সংঘর্ষে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। সংঘর্ষের ওই ঘটনায় কমপক্ষে সাত জন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সন্দেহে মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
নিহতদের মধ্যে চারজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস, বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন, ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক এবং আবুল হোসেনের ছেলে মো. আমীন। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘের্ষর পর অস্ত্রসহ একজনকে আটক করেছি। কী কারণে পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়েছিলে সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।