বরিশালের মেঘনা নদী থেকে নিখোঁজের দুই দিন পর কোস্ট গার্ড সদস্যর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ডের সদস্য (নাবিক)পারভেজের লাশ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাপক তল্লাশী চালানোর পর কোস্ট গার্ড পারভেজের লাশ উদ্ধার করেছে।
এরআগে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের অভিযানে গিয়ে গত মঙ্গলবার ভোররাত ৫ টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে পরে কোষ্টগার্ডের ওই সদস্য নিঁখোজ হওয়ার খবর পাওয়া গেছে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সোয়া ৩ টায় মোবাইলে বাংলানিউজকে জানিয়েছেন,মা ইলিশ রক্ষায় মৎস বিভাগ ও কোষ্টগার্ডের দুটি টিম নদীতে অভিযান পরিচালনা করছিলো।
রাত ৫ টা-সাড়ে ৫ টার দিকে গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে দুটি অভিযানিক বোটের মধ্যে ধাক্কা লাগে, এসময় এসময় কোষ্টগার্ডের একজন সদস্য নদীতে পরে যায়।তাকে উদ্ধারে ডুবুরিদলসহ সকল ধরণের কার্যক্রম চলমান রয়েছে।