তিন দিন পর বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের দৈনিক শনাক্তের হার দুই শতাংশ ছাড়াল। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৪৯৬ জন, যাতে শনাক্তের হার ২.২০ শতাংশ। এর আগে সোমবার শনাক্তের হার ছিল ১.৮০ শতাংশ, রবিবার ছিল ১.৭৪ শতাংশ ও শনিবার ছিল ১.৮৮ শতাংশ।
এদিকে গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ২৮৫ জনের। আর উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৩৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন, যাতে মোট শনাক্তের হার ১৫.৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি।