সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশে চলমান সহিংস সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বার্লিনে বসবাসরত প্রবাসীরা।
গতকাল রবিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশীরা।
এ সভায় তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী রাজনৈতিক সামাজিক পরিবেশ আজ বাংলাদেশে বিরাজমান। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের উপর, বিভিন্ন পূজা মন্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় আমরা মর্মাহত।
এছাড়াও বক্তারা বাংলাদেশে সাম্প্রদায়িকরনের পেছনে স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর ভূমিকার সমালোচনা করেন। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রচন্ড সাম্প্রদায়িকরন, সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতা, ধর্মের রাজনীতিকরনকে এ প্রেক্ষাপটের জন্য দায়ী বলে মনে করেন। এ সময় বক্তারা অবিলম্বে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সমমর্যাদার সমাজ বির্নিমানে সকল প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি বর্তমান সময়ে ঘটে যাওয়া হামলার পেছনে যুক্ত দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহবান জানান বিক্ষুব্ধ বাঙালিরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম রাসেল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বার্লিন সফররত বাসদ বরিশাল সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। এছাড়াও প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদ কবির হিমন, আশিক ইশতিয়াক, সোহান, অপূর্ব বিশ্বাস।