ভ্রমণকারীদের জন্য ফের দ্বার খুলে দিচ্ছে ভারত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

দৈনিক করোনা সংক্রমণ কমে যাওয়ায় বিদেশি ভ্রমণকারীদের জন্য ফের দ্বার খুলে দিচ্ছে ভারত। চার্টার্ড বিমানে করে যাওয়া ভ্রমণকারীদের শুক্রবার থেকেই ভিসা দেবে দেশটি। আর আগামী ১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের ভিসা দেওয়া শুরু হবে।

শুক্রবার যারা ভারতে পৌঁছাবেন তারা ১৯ মাসের প্রথম দেশটি সফর করা বিদেশি হবেন। করোনাভাইরাস ঠেকাতে নরেন্দ্র মোদির সরকার সীমান্ত বন্ধ করে দেওয়ার পর ২০২০ সালের পর কোনও ভিসা ইস্যু করেনি ভারত। তবে গত কয়েক মাসে কিছু কূটনীতিক, বিদেশি ব্যবসায়িক কর্মকর্তার ভিসা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ করতে থাকলে এই মাসের শুরুতে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেয় ভারত। সেই সিদ্ধান্তই শুক্রবার থেকেই বাস্তবায়ন হতে যাচ্ছে।

এপ্রিল-মে মাসে ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতে দৈনিক চার লাখ রোগী শনাক্ত হয়েছে। তবে গত কয়েক দিনে তা দৈনিক ২০ হাজারে নেমেছে। দেশটির ৭০ শতাংশের বেশি মানুষ অন্তত এক ডোজ টিকা গ্রহণ করেছেন।

- বিজ্ঞাপন -

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলে তা করোনার সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউ এড়ানো কঠিন।

২০১৯ সালে এক কোটি নয় লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করে। তবে করোনা মহামারির কারণে ২০২০ সালে দেশটি ভ্রমণ করে মাত্র ২৭ লাখ ৪০ হাজার বিদেশি।

ভারত সরকারের নতুন গাইডলাইন অনুসারে, ১৫ অক্টোবরের আগে ইস্যু করা ভারতের সকল ভিসা অকার্যকর হবে। এর অর্থ ভারতে প্রবেশ করতে হলে ভ্রমণকারীদের নতুন ভিসা নিতে হবে। তবে টেস্টিং, টিকা এবং কোয়ারেন্টিন নিয়মকানুন এখনও ঘোষণা করা হয়নি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!