মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে ৭ জন মারা গেছেন, যা ২১১ দিন পর সবচেয়ে কম। এর আগে এর চেয়ে কম মৃত্যু হয়েছিল চলতি বছরের ১১ মার্চ। সেদিন ৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এর পরদিন ১২ মার্চ ১৩ জন ও ১৩ মার্চ ১২ জন মারা গেছেন। এরপর মৃত্যুর সংখ্যা আর এত কমেনি।
এছাড়া গত এক দিনে ৬৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ সময়ে সুস্থ হয়েছেন ৮১৪ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২৩ হাজার ৩০২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন, যাতে শনাক্তে মোট হার ১৫.৭৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৬৫৪ জনের।
এছাড়া গত এক দিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।