রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়।
ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আবহাওয়া অধিদফতরের একজন কমকর্তা জানান, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব দিকে।