বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন শেষে সহিংসতায় তিনজন আহত হয়েছেন।
নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাহফুজ হোসেন সবুজ, মো. শাকিল ও মো. রিপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট শেষে লাটিম প্রতীকের প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনের পরাজিত হওয়ার গুঞ্জন ওঠে। এর জেরে তার সমর্থকরা ঘুড়ি প্রতীকের জাহিদ হোসেনের সমর্থকদের ওপর হামলা চালায়।
আহত সবুজ বলেন, ‘আমরা নির্বাচন দেখতে গিয়েছিলাম। মামুন মেম্বারের ছেলে রাব্বি ঘুড়ি প্রতীকের সমর্থকদের মারধর করছিল। আমরা মারধরের ছবি তুলছিলাম ও ভিডিও করছিলাম। এটা দেখে তারা আমাদেরও মারধর ও কুপিয়ে জখম করে।’
স্থানীয় লোকজন তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে সবুজকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
২০২০ সালের ১১ ডিসেম্বর ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হলে পদটি শূন্য ঘোষণা করা হয়। বৃহস্পতিবার এই আসনের উপনির্বাচনে ঘুড়ি প্রতীকে জাহিদ হোসেন, ঠেলাগাড়ি প্রতীকে হুমায়ুন কবির ও লাটিম প্রতীকে সৈয়দ গোলাম কবির মামুন প্রতিদ্বন্দ্বিতা করেন।