বাসা থেকে টাকা, স্বর্ণালংকার ও শিক্ষা সনদ নিয়ে উধাও হওয়া ঢাকার পল্লবীর কলেজপড়ুয়া সেই তিন বান্ধবীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বুধবার (৬ অক্টোবর) সকালে আব্দুল্লাহপুর বেরিবাধ এলাকা থেকে ওই ছাত্রীদের উদ্ধার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)-এর অধিনায়ক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিখোঁজ ছাত্রীরা কক্সবাজার ঘুরতে গিয়েছিল। বুধবার সকালে আব্দুল্লাহপুর বেরিবাধ এলাকা থেকে তাদের উদ্ধার করে হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে তিন কলেজছাত্রী নিজ নিজ বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, স্বর্ণ, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যায়।
এ ঘটনায় ওই তিন ছাত্রীর একজনের মা ১ অক্টোবর পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন। ২ অক্টোবর রাতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন নিখোঁজ ছাত্রী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ। মামলায় ৪-৫ জনকে আসামি করা হয়।