এক সপ্তাহ আগে কক্সবাজারের উখিয়ায় নিজ সংগঠনের কার্যালয়ে গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াস।
২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ায় নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।
ঘটনার পরদিন রাতে উখিয়া থানায় একটি মামলা করেন তার ছোট ভাই হাবিব উল্লাহ।
মামলার পর পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহ তিন দিনের রিমান্ডে আছেন।