চলছে বিসিবি’র নির্বাচন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

৬ অক্টোবর যথা সময়েই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। প্রতিদ্বন্দ্বী না থাকায় কয়েকজন নির্বাচিত হয়ে গেছেন আগেই। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও কয়েকজনের সরে দাঁড়ানোয় আগেই এক প্রকার নির্বাচিত হয়ে গেছেন কয়েকজন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি চান নতুন মুখ।

এবারের নির্বাচন করেই বোর্ড পরিচালক হতে হচ্ছে বিসিবি সভাপতিকে। যদিও আগের দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু তার নির্বাচিত হয়ে পরিচালক হওয়া এবং পরে নির্বাচিত পরিচালকদের ভোটে টানা তৃতীয় দফায় সভাপতি হওয়া এক প্রকার নিশ্চিতই হয়ে রয়েছে।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল ১০টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোটের পর গণনা শেষে আজই ফলাফল জানিয়ে দেওয়া হবে। এবার ১৭১ ভোটারের মধ্যে ভোট দিতে পারবেন ১২৭ জন। বাকিদের ক্যাটাগরিতে একাধিক প্রার্থী না থাকায় হচ্ছে না ভোট।

বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ পরিচালক। ২৩ জন আসছেন নির্বাচনি প্রক্রিয়ায়। বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। সেখানে ইতোমধ্যে চলে এসেছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনূস।

- বিজ্ঞাপন -

যারা আছেন নির্বাচনে

ক্যাটাগরি দুইয়ে প্রার্থীরা- নাজমুল হাসান (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব), মাহবুব উল আনাম ও মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব- তিনি সরে দাঁড়িয়েছেন তবে ব্যালটে তার নাম থাকবে), ওবায়েদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!