ভারতে বিতর্কিত কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই উত্তর প্রদেশে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দুই মন্ত্রীর দেখা করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। আন্দোলনকারী কৃষকদের ধাক্কা মেরে তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে এবং সহিংসতায় আহত হয়েছেন আরও ১২ জন।
রোববার (৩ অক্টোবর) রাজ্যের লখিমপুর খেরি জেলায় এ ঘটনা ঘটে।
এদিকে, পুরো ঘটনাকে দুঃখজনক বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিস্থিতি পর্যবেক্ষণে লখিমপুর সফরে গেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
১০ মাস ধরে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ করে আসছেন কৃষকরা। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে যান দুই মন্ত্রী। এ সময় তাদের সফর ঠেকাতে সেখানে জড়ো হন শত শত বিক্ষুব্ধ কৃষক। একপর্যায়ে মন্ত্রীদের গাড়িবহর তাদের ওপর দিয়েই যাওয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ফুটেজে ওই এলাকায় বিভিন্ন গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
অন্যদিকে, গাড়িবহরে থাকা একটি গাড়িতে মন্ত্রীপুত্রও ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও সহিংসতায় নিজের পুত্রের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। বিক্ষুব্ধ কৃষকরা তিন বিজেপি কর্মী এবং এক গাড়িচালককে পিটিয়ে হত্যা করে বলেও অভিযোগ করেন তিনি।