কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তার নাম মো. সেলিম ওরফে লম্বা সেলিম।
শুক্রবার সকাল ১১টার দিকে উখিয়া ক্যাম্প-৭ এ অভিযান চালিয়ে ২৭ বছর বয়সী সেলিমকে আটক করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নইমুল হক আটকের তথ্য নিশ্চিত করে বলেন, আটকের পর সেলিমকে উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। গত বুধবার রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করা হয়।
ময়নাতদন্তের পর মুহিবুল্লাহর মরদেহ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকালে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে নামাজে জানাজার পর তাকে দাফন সম্পন্ন করা হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর এলাকার স্কুলশিক্ষক মুহিবুল্লাহ পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ হিসেবে বিবেচিত ছিলেন।