বাংলাদেশে গত পাঁচ দিনে টিকা পেয়েছে এক কোটির বেশি মানুষ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি বেশ গতি পেয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনসহ গত পাঁচ দিনে এক কোটির বেশি মানুষ টিকা পেয়েছে। ইতিমধ্যে টিকা নেওয়া মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, পাঁচ কোটি দুই লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন তিন কোটি ৩৩ লাখ ২৫ হাজার সাতজন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৫ সেপ্টেম্বর (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, সেদিন পর্যন্ত চার কোটি দুই লাখের কিছু বেশি মানুষ টিকা নিয়েছে। এরপর সপ্তাহের পাঁচ দিনে আরও এক কোটির বেশি মানুষ টিকা পেয়েছে। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ লোককে প্রথম ডোজের টিকা দেওয়ার টার্গেট নেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই টার্গেট এক দিনে পূরণ না হওয়ায় পরদিনও একযোগে চলে গণটিকা। ইতিমধ্যে সেই টার্গেট পূরণ হয়েছে বলে জানা গেছে।

- বিজ্ঞাপন -

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ২৪৭ জন আর নারী এক কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৬ লাখ ৮৭ হাজার ৬৭৫ জন আর নারী ৭২ লাখ ৩২ হাজার ৫৭৩ জন।

ইতিমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৯০ হাজার ৯৫৫ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে তিন কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪১৯ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮১১ ডোজ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!