করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ১৮ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর হল এবং লাইব্রেরি। অক্টোবরেই শুরু হচ্ছে সশরীরে ক্লাস কার্যক্রম।
আগামী ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ক্লাস কার্যক্রম অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে।
আজ (২৭ শে সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম একাডেমিক কাউন্সিলের সভাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন তারাই হলে উঠতে পারবেন। এসব তথ্য মুঠোফোনে নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম।
তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থবিধি মেনে আগামী অক্টোবরের ৪ তারিখ থেকে আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে যারা কমপক্ষে ১ ডোজ টিকা গ্রহণ করেছেন তারা সংশ্লিষ্ট কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদীন এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে,আমাদের হল ও লাইব্রেরি গুলো খুলে দিয়েছেন।আমরা আশারাখি খুব দ্রুত যাতে আমরা ক্লাস রুমে ফিরে যেতে পারি এবং সেশনজট থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।