লা লিগায় মায়োর্কাকে রীতিমত ছেলেখেলা করলো রিয়াল মাদ্রিদ। মার্কো অ্যাসেনসিও এর হ্যাট্রিকে তাদেরকে ছয় গোলে-১ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচে এক গোল করে রিয়ালের রেকর্ডে নাম ওঠান ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। ক্লাবের হয়ে তিনি করেছেন ২০০ গোল।
এই ম্যাচে জিতে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছেছে রিয়াল। ঘরের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। বেনজেমার গোল যেন এদিন দারুণ কিছুর আভাস দিচ্ছিল।
রিয়ালের আক্রমণের চাপটা সামলে একটু একটু করে যখন ঘুরে দাঁড়াচ্ছিল মায়োর্কা। ঠিক তখনই তাদের হতাশায় ডুবিয়ে ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মার্কো আসেনসিও। পরের মিনিটেই অবশ্য এক গোল শোধ দেয় মায়োর্কা। ২৯ মিনিটে আবার ব্যবধান বাড়ান আসেনসিও। ৩-১ স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে বল জালে পাঠান বেনজেমা। তবে ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি। ৫৫ মিনিটে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক করেন অ্যাসেনসিও। আর ৭৮ মিনিটে রিয়ালের হয়ে ইতিহাস গড়েন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুইশতম গোলটি করেন এই স্ট্রাইকার। ম্যাচের শেষদিকে আর এক গোল করে প্রতিপক্ষকে লজ্জায় ডোবান ইসকো।
ম্যাচ শেষে সাংবাদিকদের কোচ আনচেলত্তি জানালেন, জয়ের জন্য দলের এই তাড়না মনে ধরেছে তার। তিনি বলেন, ‘ভালো বা খারাপ খেললেও আমার দল লড়াই করে। আমাদের মানের জন্য তাদেরকে হারাইনি, হারাতে পেরেছি অদম্য উদ্দীপনার জন্য। এটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখব।’