একক সংখ্যাগরিষ্ঠতা মিলবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে কানাডার নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিততে চলেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল।
প্রাথমিক ট্রেন্ড পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বা সিবিসি।
এমনিতে বিভিন্ন জনমত সমীক্ষা উঠে এসেছিল যে ক্ষমতায় ফিরতে চলেছেন ট্রুডো। নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ট্রেন্ডেও সেই আভাস মিলেছে।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ তথা হাউস অফ কমন্সে ৩৩৮ টি আসনের মধ্যে ১৩৯ টিতে এগিয়ে আছে শাসক দল লিবারেল। এখনও ভোটগণনা অনেকটাই বাকি আছে। তবে লিবারেলস একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
২০১৫ সালে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো। এবারও তার নেতৃত্বেই সরকার গড়তে চলেছে কানাডা।