আসানসোল মাত করল দুই শিল্পীর ছবি

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন

শুধুমাত্র ছবির জন্যই নিশ্চিন্ত মেরিন ইঞ্জিনিয়ারের চাকরি অনায়াসে প্রত্যাখ্যান করে যিনি মনপ্রাণ সঁপে দিয়েছেন আঁকায়, ‘গড: এনসিয়েন্ট এলিয়েন অর আ মিথ’ নামে একটি বই লিখে সাড়া ফেলে দিয়েছেন, একের পর এক লিখেছেন চিত্রনাট্য, সেই বিশিষ্ট চিত্রশিল্পী শুভঙ্কর সিংহ দশটি ছবি এবং দীর্ঘ কুড়ি বছর পিডিলাইটে চাকরি করার পরে তিন বছর আগে শুধুমাত্র ছবিকে ভালবেসে যিনি চাকরি ছেড়ে পুরোপুরি আঁকার জগতে এসেছেন, সেই সুদীপ্ত অধিকারীর ত্রিশটি, মোট চল্লিশটি ছবি নিয়ে আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে সম্প্রতি তিন দিন ধরে হয়ে গেল ট্রিপটিচ চিত্রপ্রদর্শনী।

IMG 20210918 WA0004 আসানসোল মাত করল দুই শিল্পীর ছবি
আসানসোল মাত করল দুই শিল্পীর ছবি 37

অ্যাবস্ট্রাক এবং ফাইন আর্টসের মিশেলে শুভঙ্কর সিংহের নিবেদনে ছিল মোট দশটি ছবি। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে ছিল, ট্রাপড উইথ ইন ইনফাইনাইট, দ্য ফেমাস ফ্লাইট অফ রিবার্থ, ইম্প্রেশন, ক্রুসিফিকেশন অব ট্রুথ, এ ভ্যাগরেন্ট গডেস-সহ চোখ ধাঁধানো এক একটি ছবি। আর সুদীপ্ত অধিকারীর ছোট ছোট ত্রিশটি ছবিতেই ধরা পড়েছিল মাইথোলজি আর প্রকৃতির সংমিশ্রণ। যার মধ্যে ধরা পড়েছে ঐশ্বরিক শক্তির বিচ্ছুরণ। তাঁর যে ছবিগুলো নজর কেড়েছে সেগুলো হল মেডুসা, দুর্গা, উইশ ট্রি, হ্যামার অব থর-সহ অন্যান্য ছবি।

IMG 20210918 WA0013 আসানসোল মাত করল দুই শিল্পীর ছবি
আসানসোল মাত করল দুই শিল্পীর ছবি 38

মূলত ক্যানভাসে অ্যাক্রেলিকে আঁকা ছবিগুলো দেখার জন্য বেলা ২টো থেকে রাত ৮টা পর্যন্ত ছিল উপচে পড়া ভিড়। শিল্পের প্রতি আসানসোলবাসীর এই আগ্রহ দেখে দুই শিল্পীই একেবারে অভিভূত। দু’জনেই জানিয়েছেন, তাঁরা যে এখানকার মানুষজনের এভাবে সাড়া পাবেন তাঁরা তা কল্পনাও করতে পারেননি। শুধু সাধারণ মানুষই নন, এই প্রদর্শনী দেখতে এসেছিলেন এলাকার বিশিষ্ট লেখক সুরজিৎ সুলেখাপুত্র, আশিস মুখার্জ্জী, পার্থ সিনহা, চিত্রশিল্পী দেবব্রত ঘোষ, পার্থ নাগ, কোহিনূর কবিরাজ, রঞ্জন মুখোপাধ্যায়, নীলোৎপল ভট্টাচার্য, জয়ন্ত মুখোপাধ্যায়, অরুণাংশু আলী চৌধুরী, অর্ণব ঘোষ এবং অনুপম দাস-সহ অন্যান্য গুণীজনেরা।

IMG 20210918 WA0008 আসানসোল মাত করল দুই শিল্পীর ছবি
আসানসোল মাত করল দুই শিল্পীর ছবি 39

এত দিন শুভঙ্কর সিংহ প্রতিষ্ঠিত আর্টভার্স সংস্থার তরফ থেকে কলকাতার প্রথম সারির গ্যালারিগুলোতে চিত্র, ভাস্কর্য এবং ফোটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হত। তাতে অংশ নিতেন তরুণ-তরুণীতর শিল্পীরা। প্রদর্শনীতে টাঙানোর আগে ছবিগুলি ঝাড়াই-বাছাই করত সম্পাদকদের একটি চ্যানেল।

- বিজ্ঞাপন -

এই প্রদর্শনীতে শুভঙ্কর সিংহ এবং সুদীপ্ত অধিকারী সাধারণ আমজনতার অভাবনীয় সাড়া পাওয়ায় তাঁরা ঠিক করেছেন, এ বার থেকে শুধু এই রাজ্যেই নয়, অন্যান্য রাজ্য, এমনকী গ্রাম-গ্রামান্তরেও তাঁরা ছবি নিয়ে ছুটে যাবেন। অতিমারির নিষেধাজ্ঞা উঠে গেলে পাড়ি জমাবেন বিদেশেও।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!