জুম্মার নামাজের খুতবার আজান দেওয়া নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলায় কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) খুতবার আজান জোরে নাকি আস্তে! এই নিয়ে বাগবিতণ্ডা শুরু হয় নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে; এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং সংঘর্ষে এক মুসল্লি নিহত হন।
সংঘর্ষে নিহত আবু হানিফ খান (৪৫) ওই গ্রামের আবদুল খানের ছেলে। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত সাতজন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার খুতবার আজান জোরে নাকি আস্তে দেওয়ার নিয়ম- তা নিয়ে মতবিরোধে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মসজিদ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।