আফগানিস্তানে নারীবিষয়ক মন্ত্রণালয়ে নারীদের প্রবেশ নিষেদ্ধ করেছে তালেবান সরকার।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে ৪ নারীকে প্রবেশে বাধা দেওয়া হয়। মন্ত্রণালয়ে শুধু পুরুষরা প্রবেশ করতে দেখা গেছে।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিক খবরে প্রকাশ, তালেবানের এমন পদক্ষেপে এদিন মন্ত্রণালয়ের কাছে প্রতিবাদ করার চেষ্টা করেন নারীরা।
গত ১৫ আগস্ট কাবুল দখলের পর নারীদের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেয় তালেবান গোষ্ঠী। কিন্তু দিন যতই গড়াচ্ছে নারীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে তালেবান সরকারকে।
গত ৭ সেপ্টেম্বর তালেবান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও তাতে নারীদের কোনও পদে রাখা হয়নি। দেশটির জনগণ তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের হেরাতসহ রাজধানী কাবুলে বিক্ষোভ প্রদর্শন করলে, এতে বাধা দেয় সশস্ত্র তালেবান গোষ্ঠী।