ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন পোষ্ট দেয়ার অভিযোগ এনে ইসলামি আন্দোলন ভোলা জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশ থেকে বক্তারা অভিযুক্তকে আগামী বায়াত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার দাবী করে বৃহস্পতিবার বিকেলে আলটিমেটাম দেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগর প্রদক্ষিণ করে।
এদিকে গৌরাঙ্গ চন্দ্র দে বুধবার রাতেই ভোলা মডেল থানায় জিডি করে তার আইডি হ্যাক হয়েছে ও আরেকটি ফেক আইডি খুলে তার সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন পোষ্ট দেয়া হয়েছে বলে উল্লেখ করে বুধবার রাতে জিডি করেছে বলে ভোলা মডেল থানা সূত্র জানায়।
পুলিশ জানিয়েছে তারা সতর্ক অবস্থায় রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে উপ- মহাপুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান জানান সকাল থেকেই গৌরাঙ্গ চন্দ্র দে পুলিশের হেফাজতে আছে। বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হওয়ায় পুলিশ স্বস্তি ফিরে পেয়েছে। আমরা উভয় পক্ষের লোকজনদের নিয়ে শান্তিপূরণ মিটিং করেছি। সবাই যে ভূমিকা রেখেছে তাতে আমরা সন্তুষ্ট।’
ইতিমধ্যে ফেইসবুক আই ডি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি। তবে যতদূর মনে হয় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।’
এদিকে গৌরাঙ্গ সাহার ছোট ভাই ভুট্টো সাহা জানান, গতকাল রাতে ওনার ফেইসবুক থেকে এই রকম খবর আসছে শুনেই উনি নিজেই থানায় যোগাযোগ করে। সেই থেকে তিনি ওখানেই আছে।
এই নিয়ে আমরা উদ্বিগ্ন অবস্থায় আছি। গতকাল রাতেও কে বা কারা বাড়ির সামনে ককটেল ফুটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কোতয়ালী মডেল থানার ওসি সাময়িকী’কে জানান, গতকাল রাতেই গৌরাঙ্গ সাহা জিডি করেছেন।
এদিকে এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করায় পুলিশের পক্ষে বারতি সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।