চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে অভিষেকের ম্যাচ রাঙাতে পারেননি বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। গ্রুপপর্বে বেলজিয়ান দল ক্লাব ব্রুজের বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মাওরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
ফরাসি ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন আন্দের এরেরা। স্বাগতিকদের পক্ষে গোলটি করেন হ্যান্স ভানাকেন।
ইয়ান ব্রেডেল স্টেডিয়ামে শুরুর একাদশে নাম লিখিয়ে ফুটবলপ্রেমিদের দীর্ঘদিনের আগ্রহের অবসান ঘটান মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। প্রতিপক্ষের মাঠে আশানুরূপ ভালো শুরু করতে পারেনি তারকাঠাসা দলটি। প্রথমদিকে কয়েকবার আক্রমনে গেলেও ডি-বক্সে নেয়ার আগেই বল হারিয়ে ফেলে তারা। তবে ১৫তম মিনিটে আন্দের হেরেরার গোলে এগিয়ে যায় পচেত্তিনোর শিষ্যরা। কিলিয়ান এমবাপ্পের দেয়া পাস ডি বক্স থেকে বাঁ পায়ের বাকানো শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন স্প্যানিশ এ মিডফিল্ডার।
পিছিয়ে গিয়ে ২৭তম মিনিটেই হ্যান্স ভানাকেনের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। ডি-বক্সে বল পেয়ে দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের ডিফেন্ডার কিমপেম্বেকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন বেলজিয়ান এ মিডফিল্ডার। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়েই প্রধমার্ধ শেষ করে দুই দল।
বিরতির পর খেলতে নেমে প্রথমার্ধের মতই বারবার বল হারাচ্ছিল পিএসজি। কোনোভাবেই স্বাগতিকদের গোলপোস্টে বল ভেড়াতে পারছিল না তারা। এদিকে ৫১তম মিনিটে ইনজুরিতে পড়ে দল থেকে বিদায় নেন এমবাপ্পে। শেষ মুহূর্তে কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ফরাসি জায়ান্টরা। বারবার বল হারানোর এ খেলায় শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি-নেইমারদের।